• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

  চৌদ্দগ্রাম সময় পাঠক ফোরামের উদ্যাগে আযান ও কোরান প্রতিযৌগিতা অনুষ্ঠিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:২১ পিএম;
   চৌদ্দগ্রাম সময় পাঠক ফোরামের উদ্যাগে আযান ও কোরান প্রতিযৌগিতা অনুষ্ঠিত 
  চৌদ্দগ্রাম সময় পাঠক ফোরামের উদ্যাগে আযান ও কোরান প্রতিযৌগিতা অনুষ্ঠিত 

চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম সময় পাঠক ফোরামের উদ্যাগে আজ ২৭ রমজান শুক্রবার বিকেল ৩ঘটিকায় স্থানীয় একটি হোটেলে ৬টি মাদ্রাসার প্রায় ৩০ জন ছাত্র/ছাত্রীদের অংশে গ্রহণে আযান ও কোরান প্রতিযৌগিতার এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। .

 .

চৌদ্দগ্রাম পাঠক ফোরামের আহবায়ক সাংবাদিক আনিছ রহমানের সভাপতিত্বে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদস্য সচিব আহছান উল্যাহ। কুমিল্লা বেপজা স্কুল এন্ড কলেজের শিক্ষক আবু তালহা রাপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি আল মামুন রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল রায়হান পাটোয়ারী, চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মুন্সি, চৌদ্দগ্রাম সামাজিক সংগঠন আনন্দ সংঙ্গর প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসেম, ইদ্রিস, শরীফন, সাংবাদিক  ইসমাইল ভূইয়া, দৈনিক বর্তমান সময় পত্রিকার সিনিয়র করেসপন্ডন্ট কাজী আহসান উল্ল্যা, সাংবাদিক মাসুদ। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত  ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মর্ডেল মসজিদের খতিব মুফতি আব্দুর রহিম ও বসন্তপুর সিনিয়র আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল কাশেম মো: শামসুদ্দিন।.

 .

আযান প্রতিযৌগিতায় ১ম হয়েছে কালিকা পুর মোহাম্মদীয়া মাদ্রাসার মো: মোবারক হোসেন, ২য় হয়েছে  কালকোট হাফেজিয়া মাদ্রাসার কাজী ইমরান, ৩য় হয়েছে কালকোট হাফেজিয়া মাদ্রাসার .

ইস্রফিল। কোরআন প্রতিযৌগিতায় ১ম হয়েছে কালকোট হাফেজিয়া মাদ্রার কাজী ইমরান, ২য় হয়েছে কালকোট হাফেজিয়া মাদ্রার আব্দুল্লাহ বুখারী, ৩য় হয়েছে কালিকাপুর মোহাম্মদিয়া মাদ্রসার মো: সাকিবুল হাসান।. .

ডে-নাইট-নিউজ /

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ